স্বাধীন সকাল ডেস্ক :বরগুনার পাথরঘাটায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় তিন কিশোর নিহত হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার কাকচিড়া-লেমুয়া সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাকচিড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো: বাবুল হাওলাদারের ছেলে রাকিব (২২), ৬ নম্বর ওয়ার্ডের মো: নাসির উদ্দীনের ছেলে তানভীর (১৭) ও ৪ নম্বর ওয়ার্ডের মো: দেলোয়ার হোসেনের ছেলে শাকিব (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাকচিড়া থেকে খাসতবক এলাকায় তিন যুবক মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। পথে সড়কের পাশে রাখা একটি ট্রাকের পেছন ধাক্কা লেগে ছিটকে পরে যায় তারা। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কাকচিড়া বাজারে এলাহি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
পাথরঘাটা থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) মো: সাইফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।