স্বাধীন সকাল ডেস্ক: বাংলাদেশের রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আসনভিত্তিক ফলা ফল ঘোষনা করেন নির্বাচন কমিশন সচিব মো: জাহাঙ্গীর আলম, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত ২৫৮টি আসনের বেসরকারি ফলা ফল পাওয়া গেছে। এর মধ্যে ১৮৯ টি আসনে আওয়ামী লীগ জয় পেয়েছে বলে যানা যায়। আওয়ামী লীগ এর পর সবচেয়ে বেশি জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, স্বতন্ত্র এই দলটি ৫৬টি আসনে । তাঁদের মধ্যে বেশির ভাগ আওয়ামী লীগের নেতারা । এছাড়া ব্রাক্ষ্মণবাড়িয়া-১ আসনের বিএনপি থেকে বহিষ্কৃত সৈয়দ একরামুজ্জামান এবং সিলেট-৫ জকিগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হুছামুদ্দিন চৌধুরী জয় পেয়েছেন।
বাংলাদেশের বর্তমান সংসদের প্রধান বিরোধীয় দল জাতীয় পার্টি জয় পেয়েছেন ১১টি আসনে। বর্তমান সংসদে ‘গৃহপালিত বিরোধী দল’ তকমা নিয়ে থাকা জাতীয় পার্টি এবারের নির্বাচনেও সরকারি দল আওয়ামী লীগের সঙ্গে ২৬টি আসনে সমঝোতা করেছিল। সমঝোতার বাইরে কোনো আসনে তারা জয় পায়নি।
১৪-দলীয় জোটের শরিকদের ৬টি আসন ছেড়েছিল আওয়ামী লীগ। এসব আসনে আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’ নিয়ে নির্বাচন করে শরিকেরা জয় পেয়েছে দুটি আসনে। এ ছাড়া কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (হাতঘড়ি)।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেসরকারি ফলাফল না হওয়া আসনগুলোর মধ্যেও বেশির ভাগ ক্ষেত্রে এগিয়ে ছিলেন আওয়ামী লীগের প্রার্থীরা। এরপর দলটির স্বতন্ত্র প্রার্থীদের অবস্থান। ফলে দ্বাদশ জাতীয় সংসদ হতে যাচ্ছে মূলত পুরোপুরি আওয়ামী লীগনির্ভর একটি সংসদ।