স্বাধীন সকাল ডেস্ক : শ্রীলঙ্কার দলে মাথিশা পাথিরানা কাজটা কী ? পেইজ এ্যাটাকে রাখতে পারবে ব্যাটারদেরকে চমকে দিয়ে উইকেট নেবেন, এক প্রান্তে ব্যাটীং এ্যাটাক রাখবেন । ২০ বছর বয়সী মাথিশা পাথিরানা করছেন এর উল্টোটা।
ব্যাটীংদের এক প্রান্তে চাপে রাখবেন কী ? মাথিশা পাথিরানা তো নিজের লাইন / লেংথ নিজেই ঠিক রাখার চেষ্টা করেন্নী । প্রতি ওভারে একের পর এক ওয়াইডের বৃষ্টির মত অতিরিক্ত রান দিয়ে ব্যাটারদের চাপ আরও কমিয়ে দিচ্ছেন । মাথিশা পাথিরানা নিজেকে আরো মনযক দিতে হবে ।