স্বাধীন সকাল ডেস্ক: বিদায় নিয়েছে ঘটনাবহুল ২০২৩ সাল। শুভ হোক যাত্রা ২০২৪। তবে সবার জন্য এখন নতুন বছরের দিকে। বিভিন্ন দিক দিয়ে এ বছরটিও বেশ গুরুত্বপূর্ণ। দেখে নেওয়া যাক ২০২৪ সালের যেসব ঘটনা বছরজুড়ে আলোচনার শীর্ষে থাকতে পারে।
(২০২৪ সালে বিভিন্ন দেশে নির্বাচনে ভোট দেবে বিশ্বের ৪২১ কোটির বেশি মানুষ। সংখ্যাটি বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি। বাংলাদেশসহ নির্বাচন অনুষ্ঠিত হবে ৭০ টির অধিক বেশি দেশে)
এ বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। বছরজুড়ে গুরুত্বপূর্ণ এ নির্বাচন ঘিরে থাকবে বিশ্ববাসীর- হিসাব-নিকাশ বলছে, নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে লড়তে যাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। রিপাবলিকান পার্টি থেকে প্রতিপক্ষ হতে পারেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ মাসে সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-এর জরিপ অনুযায়ী, জনসমর্থনের দিক দিয়ে বাইডেনের চেয়ে এগিয়ে আছেন ট্রাম্প।
গত সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছিলেন, গত দুই দশকের মধ্যে বর্তমানে মধ্যপ্রাচ্য তুলনামূলক শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে। তবে এর কিছুদিন পরই পরিস্থিতি বদলে যায়। ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সেদিন থেকে এখনো গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
হামলায় এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ২১ হাজার ৬০০ জনের বেশি মানুষ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকাটি। এমন পরিস্থিতিতে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপের মুখে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে দফায় দফায় চলছে আলোচনা। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, আগামী কয়েক মাসের মধ্যে এ আলোচনা সফলতার মুখ দেখতে পারে।
যদিও নেতানিয়াহু সরকার বলছে, যুদ্ধ শেষে অনির্দিষ্টকালের জন্য গাজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব নেবে ইসরায়েলি বাহিনী। এমন পরামর্শও দেওয়া হচ্ছে যে গাজা শাসনের দায়িত্ব আরব কোনো দেশ, আন্তর্জাতিক সংস্থা-এমনকি ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতেও তুলে দিতে পারেন নেতানিয়াহু।