……………………………..
স্বাধীন সকাল ডেস্কঃ
উচ্চারণঃ
আলহামদু লিল্লািহি রাব্বিল আ’লামীন। আররাহমানির রাহীম।
মা-লিকি ইয়াওমিদ্দীন। ইয়্যা কানা’বুদু অইয়্যা কানাসতা’ঈন।
ইহদিনাছ ছিরা তায়াল মুসতাকীম।
ছিরা তায়াল্লাযীনা আন’আমতা আলাইহীম। গাইরিল মাগদূবি আলাইহীম ওয়ালাদ্বোয়া-ল্লীন। আমিন।
………………………………….
অর্থঃ
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিখিল জাহানের রব। যিনি পরম করুণাময়, অসীম দয়ালু।
যিনি বিচার দিনের মালিক। আমরা কেবল তোমারই গোলামী করি এবং তেরামারই কাছে সাহায্য চাই।
আমাদেরকে সরল সিঠক পথ প্রদর্শন কর। ঐ সমস্ত লোকেদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ।
যারা অভিশস্ত নয় এবং পথভ্রষ্ট নয় তাদের পথ আমাদেরকে প্রদর্শন কর।
One thought on "সূরা ফাতিহা এর উচ্চারণঃ ও অর্থঃ সহ"