স্বাধীন সকাল ডেস্ক: শোয়েব মালিক ও সানিয়া মির্জার ছাড়া ছাড়ীর সঙ্গে তাঁদের ছেলে ইজহানের কি হবে।
পাকিস্তানের শোয়েব মালিক ভারতের সানিয়া মির্জা তাদের পথ চলা শুরু কোথা থেকে- ২০১০ সালে শুরু হয়েছিল ক্রিকেটার শোয়েব মালিক ও টেনিস তারকা সানিয়া মির্জার যৌথ পথচলা। সেই পথচলা শুরুর সময়েই একটা ধাক্কা খেয়েছিল এই জুটির যাত্রা। ভারতের হায়দ্রাবাদের এক তরুণী আয়েশা সিদ্দিকী সেই সময় দাবি করেছিলেন, শোয়েব মালিক অনেক আগেই তাঁকে বিয়ে করেছেন, আয়েশা সিদ্দিকীর ঐ বিষয় পরে জানা গেছে আয়েশা সিদ্দিকী দাবি সত্য।
সানিয়া মির্জার জীবনে অনেকবারই হোঁচট খেয়েছেন, আবার উঠে দাঁড়িয়েছেন। বিয়ের সময় খাওয়া সেই হোঁচট হজম করে নিয়েছিলেন সানিয়া। মালিকের সঙ্গে জীবনের পথ এগিয়ে চলছিলেন জীবনের পথ। সেই চলার পথেই ২০১৮ সালে দুজনের ঘর আলো করেন ছেলে ইজহান মির্জা মালিক।
সানিয়া ও মালিকের জীবনে হঠাৎ গুঞ্জন ওঠে, তাদের মধ্যে সম্পর্ক ঠিক নেই। কেউ বলছিলেন, ছাড়াছাড়ি হয়ে গেছে দুজনের । কেউ আবার বলছিলেন, ছাড়াছাড়ি ঠিক হয়নি, তাদের সংসারে শুন্দর একটি সন্তান আছে। এসব গুঞ্জনের মধ্যেই শোয়েব বেশ কিছু কিছু সময় দেখা যায় পাকিস্তানের টিভি অভিনেত্রী আয়শা ওমরের সঙ্গে। গুঞ্জন উঠে তবে শোয়েব ও আয়শা দুজনেই বিষয়টি অস্বীকার করেন।