সাধীন সকাল ডেস্ক: রাশিয়ার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের ৮০টি গণমাধ্যম নিষিদ্ধ করেছে রাশিয়া। অনেকদিন যাবত রাশিয়াবিরোধী সংবাদ প্রচারের অভিযোগ আনা হয়েছে এই গণমাধ্যমগুলোর বিরুদ্ধে। এ ছাড়া ইউক্রেন রাশিযা যুদ্ধ নিয়েও তারা মিথ্যা তথ্য দিচ্ছে বলেও অভিযোগ রাশিয়ার। ফলে রাশিয়ার জনগণ এখন আর এসব গণমাধ্যমের সংবাদ দেখতে পারবেন না।
রাশিয়া এর আগেও বেশ কিছু স্বাধীন গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে মুখ খুললেই গণমাধ্যমগুলো বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে জানাগেছে।