রাজধানীর বায়তুল মোকাররমে শিকড় পরিবহনের একটি বাসে আজ রোববার সকাল নয়টার পরে আগুন রাজধানীর মোহাম্মদপুর, তাঁতিবাজার ও বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায় তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ।
………………………………………………………………………………..
আজ রোববার ২৯ তারিখ সকাল ৯টা থেকে ১০:৩০ মিনিট পর্যন্ত এসব বাসে আগুন দেওয়া হয় বলে জানান ফায়ার সার্ভিস । এতে কোনো হতাহতের খবর জানা যায়নি।
একিসাতে তাঁতি বাজার মোড় সকাল ১০টা ২৫ মিনিটে বিহঙ্গ পরিবহন একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস । পরে ফায়ার সার্ভিস আগুন নেভায় । এতে কোনো হতাহতের খবর জানা যায়নি।
………………………………………………………………………………
এর আগে সকাল ৮:৪৫ মিনিট পরে বায়তুলমোকারমের দক্ষিণ দিকের এলাকায় একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। বাসটি শিকড় পরিবহন । ফায়ার সার্ভিস সকাল সোয়া ৯:১৫ মিনিট দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাসটির খালি ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ।