স্বাধীন সকাল ডেস্ক: লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুমকে (ঊর্মি) স্থায়ী বরখাস্তের দাবিতে রংপুরে মানববন্ধন হয়েছে। আজ সোমবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ গেটে (১ নম্বর গেট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
সংশ্লিষ্ট একটি সূত্র অনুযায়ী, তাপসী তাবাসসুমের একটি ফেসবুক পোস্ট নিয়ে আলোচনা চলছে। ওই পোস্টে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের একজনের বক্তব্যকে কটাক্ষ ও সমালোচনা করা হয়। এর আগে রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদকে নিয়েও ‘বিতর্কিত মন্তব্য’ করে পোস্ট দেন বলে অভিযোগ। এমন অবস্থায় গতকাল রোববার তাপসী তাবাসসুমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। আজ সোমবার তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।