……………………………
স্বাধীন সকাল ডেস্ক: আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান বাংলাদেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ১ আসন থেকে। বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার অধিনায়ক সাকিব আল হাসান এবার প্রথমবার জাতীয় সংসদ সদশ্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আজ ২৬ তারিখ বিকেল বেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (৩০০) সংসদীয় আসনে দল পেয়ে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করছেন। ঢাকা রাজধানীতে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল প্রায় ৪:২০ টা বিশের দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নাম ঘোষণা করেন তিনি।