……………………………………………………………………………………………………………….
স্বাধীন সকাল ডেস্কঃ ফাইনালে আমাদের প্রত্যািশত ব্যাটিং হয়নি ভারতের পুরো বিশ্বকাপে আজই প্রথম চ্যালেঞ্জের মুখে ছিল ভারতের মিডল অর্ডার ব্যাটার।
ইন্ডিয়ার ব্যাটারদের বেহাল অবস্থা সুবমান গিল ৪ রানে আউট। রোহিত শর্মা ৩১ বলে ৪৭ রান, শ্রেয়াশ আইয়ার ৪ রান করে আউট হন। ভিরাট কোহলি ৬৩ বলে ৫৪ রান করে আউট। কেএল রাহুল ১০৭ বলে ৬৬ রান করে আউট। তার পরে ভারতের ব্যাটাররা বেশি সময় টিক্তে পারেনী কোন ব্যাটাররা অল উইকেট হারায় ভরতের সংগ্রহ ২৪০ রান। ভারতের দেওয়া ২৪১ রান লক্ষ্যমাত্রায় অথচ শুরুতেই ওয়ার্নারেক ফিরিয়ে দারুণ সূচনা এনে দিয়েছিলেন শামি। দ্বিতীয় ওভারেই বিরাট কোহলিকে স্লিপে ক্যাচ তুলে দেন ফর্মের তুঙ্গে স্পৃঞ্জ বলার মহাম্মদ শামি দলীয় ১৬ রানেই প্রথম উইকেট পতন। ভরসা ছিল মিচেল মার্শের উপর। দূর্বল ফুটওয়ার্কের মাশুল দিয়েছেন তিনিও। বুমরাহ এর বলে উইকেটের পেছনে কেএল রাহুলের হাতে আটকা পড়েছিলেন এই অলরাউন্ডার। স্টিভেন স্মিথ আউট হয়েছেন নিজের আর আম্পায়ারের মিলিত ভূলে। বলের ইম্প্যাক্ট ছিল স্ট্যাম্পের বাইরে। কিন্তু আম্পায়ারের এজান অবাক করা বিসয় আঙ্গুল তুলেছেন। খানিক দ্বিধাও করলেন না আম্পায়ার ভোগা স্মিথও আর রিভিউ নেননি।
প্যাভিলিয়নের পথ ধরলেন এটাই যেন পুরো ভারতের আত্তবিশ্বাস অনেক বেরেগেল। এরপর ক্রিজে থাকা হেড আর ল্যাবুশেন কেবল যন্ত্রণাই বাড়িয়েছেন ম্যান ইন ভারতকে । তাদের অবিচ্ছিন্ন পাটনার সিপ গ্যালারীতে নেমেছে হাড়ের হতাসা ও চিন্তার ছাপ।
তারপরে আর দিতিয় বার সুযোগ পেলনা ভারত। বুমরাহর ও এলবিডব্লিউর ফাদে ফালানর চেষ্টাও কাজে আসেনী এলবিডব্লিউর রিবিউ নিলেও আম্পায়ার তা ফিরিয়ে দেন আম্পায়ার্স কল বহাল থাকে। লম্বা এই জুটির পথে সেঞ্চুরি পেলো ট্রাভিস হেড। ৯৫ বল খেলে স্পর্শ করেছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। আর ৯৯ বলে ধৈর্য্যশীল এক ইনিংস খেলে ধর্য্যসিল ও ইনিংসছে অর্ধশতক দেখা পেল ল্যাবুশেন। ম্যাচটা তার শেষ পর্যন্ত থাকতে পারলোনা ট্রাভিস হেডের। দলের জয়ের জন্য তখন ২ রান দূরে থাকতেই মোহাম্মদ সিরাজের বলে আউট হয়েছেন ট্রাভিস হেডের তবে আগেই কাজের কাজটি করেদিছেন তিনি খেলে ফেলেছেন ১৩৭ রানের চ্যাম্পিয়ন টফি ঘরে নেওয়া মত ইনিংস। এবং তাতেই ২০১৯ সালে হারিয়ে ফেলা সেই বিশ্বকাপটি এবার আর সেই ভুল করেনী টিম অস্ট্রেলিয়া।