হাতে চোট পাওয়া ট্রাভিস হেডকে বিশ্বকাপের প্রথমার্ধে পাচ্ছে না অস্ট্রেলিয়া। পরের দিকেও পাওয়া যাবে কি না, আপাতত নিশ্চিত নয় সেটাও। হেডের চোটে বিশ্বকাপ দলের দরজা খুলে যেতে পারে মারনাস লাবুশেনের জন্য। এ বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
বিশ্বকাপ অভিযানে নামার আগে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এরই মধ্যে ভারত সিরিজের দল থেকে ছিটকে গেছেন হেড। বাঁহাতি এ ওপেনার সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজের চতুর্থ ওয়ানডেতে হাতে চোট পান। পরে পরীক্ষায় তাঁর হাতে চিড় ধরা পড়ে।