স্বাধীন সকাল রিপোর্ট : পটুয়াখালীর বাউফলের চন্দ্রপাড়া গ্রামে অন্তহীন অভিযোগের হোতা একাধিক মামলার আসামী মমিন খান ওরফে মমিন চৌকিদারের বিরুদ্ধে বরিশাল রেঞ্জ ডিআউজির কাছে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো: মোসলেম উদ্দিন মৃধা। এরআগে একের পর এক চাঁদাবাজ মমিন চৌকিদার কর্তৃক বাদীকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এই অভিযোগে থানায় সাধারন ডায়েরিও করা হয়েছে। যার ডায়েরি নং ১২৪৮, তারিখ : ২৭-০৮-২৩ইং।
জানা গেছে, গত ২১ আগস্ট বিজ্ঞ জেলা জজ আদালতে বাউফল থানার চন্দ্রপাড়া গ্রামের সন্ত্রাস প্রকৃতির দুলাল খানের জামিন বাতিল হলে তাকে কারাগারে পাঠানো হয়। এরইপরিপ্রেক্ষিতে দুলাল খানের ভাই এলাকায় নানা অপকর্মের হোতা মমিন খান ও তার পরিবার বাদীকে জীবননাশের হুমকি দিচ্ছে। একইসঙ্গে মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে।
সরেজমিনে তদন্তে জানা যায়, ২০১৫ সালে স্থানীয় মোসলেম উদ্দিন মৃধার বড় ছেলেকে চাঁদার দাবিতে এই আসামিরা হামলা চালিয়ে জখম করে। এ ঘটনায় বাউফল থানায় মামলা দায়ের হয়। সেই মামলায় পটুয়াখালীর পিবিআই ৩১ জন আসামির বিরুদ্ধে ৩৮৫ ৩২৬ ৩২৫ ৩২৪ ৩২৩ ৩০৭ ৩৮০ ৩৭৯ ধারায় চার্জশিট প্রদান করেন। আসামীরা হাইকোর্টের জামিনে এসে বাদিকে বিভিন্ন সময়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। এরফলে বাদী বিজ্ঞ অতিরিক্ত জেলা জজ আদালতে মমিন খান, দুলাল খান ও রহিম খানের এর বিরুদ্ধে জামিন বাতিলের আবেদন করেন। বিজ্ঞ অতিরিক্ত জেলা জজ দরখাস্তটি তদন্তের জন্য বাউফল থানার ওসিকে নির্দেশ প্রদান করেন। ওসি এসআই নাসির উদ্দিনের মাধ্যমে তদন্ত শেষে মমিন খান দুলাল খান ও রহিম খানের বিরুদ্ধে জামিন বাতিলের প্রতিবেদন দাখিল করেন।গত ২১ আগস্ট বিজ্ঞ আদালত শুনানি শেষে দুলাল খানকে কারাগারে প্রেরণ করেন। রহিম খানকে এনআইডি কার্ড নিয়ে যেতে বলেন। এবং মমিন খানের ব্যাপারে কোন সিদ্ধান্ত গ্রহণ করেননি আদালত। এই সুযোগে সন্ত্রাসী চাঁদাবাজ মাদক ব্যবসায়ী জাল জালিয়াতিকারী বিভিন্ন অপকর্মের হোতা মমিন খান বাদীকে দিনের পর দিন হুমকি দিতে থাকে। বিষয়টি বিভিন্ন পত্র পত্রিকায় খবরের শিরোনাম হন মমিন খান ও দুলাল খান। গত ২৫ আগস্ট এই মমিন খান বাদী এই বলে হুমকি দেয় যে আমার ভাইকে জেলখানায় আটকাইছো মামলা তুলে নিবি তা না হলে তোকে প্রাণে মেরে ফেলবো, তোর বাড়িঘর আগুন দিয়ে পোড়াবো, তোর ছেলের বাড়িঘর আগুন দিয়ে পোড়াবো, তোর ছেলেকে আগের মত কোপাবো। দুলালকে জামিনে এনে নেই, তারপর তোদের কে এলাকা ছাড়া করবো। এরই পরিপ্রেক্ষিতে বাদী মোসলেম উদ্দিন মৃধা থানায় সাধারণ ডায়েরি করেন। এই মমিন খানের অন্যায়-অপকর্মে এলাকার সাধারন মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এজন্য মমিন খানের জামিন বাতিল চাচ্ছে এলাকাবাসি। পাশাপাশি দুলাল খানের জামিন যাতে না হয় সে দাবি জানাচ্ছে এলাকাবাসী। কারণ দুলাল খান এলাকার চিহ্নিত সন্ত্রাসী ,চাঁদাবাজ ও মাদককারবারী হিসেবে পরিচিত।