রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
Logo

বাংলাদেশ টেস্ট এর আজকের দিনটা লিটন দাসের স্মরণীয় হয়ে থাকবে

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
বাংলাদেশ টেস্ট এর আজকের দিনটা লিটন দাসের স্মরণীয় হয়ে থাকবে
বাংলাদেশ টেস্ট এর আজকের দিনটা লিটন দাসের স্মরণীয় হয়ে থাকবে

স্বাধীন সকাল ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটার লিটন কুমার দাস স্টাম্পের বলগুলো দেখেশুনে খেলছিলেন। খুব বেশি স্পিন পাকিস্তানে না থাকায় আবরার আহমেদও দলের লেগ স্পিনার বল করছিলেন স্টাম্প বরাবর। কিন্তু ৬৫তম ওভারে ৫ নাম্বার বলটি অফ স্টাম্পের একটু বাইরেই করলেন তিনি। লিটনের জন্য ওইটুকু জায়গায়ই যথেষ্ট ছিল। লেট কাট করে বলটি বাউন্ডারিতে পাঠিয়ে লিটন উদ্বাহু হলেন টেস্ট ক্রিকেটে তাঁর সেঞ্চুরি উদযাপনে। ১৭১ বল, ১১টি চার ২টি ছক্কা- ১১তম চারে সেঞ্চুরি হইল লিটন কুমার দাসের।
৪৩তম টেস্টে এটি লিটনের চতুর্থ সেঞ্চুরি, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরিটি ২০২১ সালে চট্টগ্রামে, সেই সময় করেছিলেন ১১৪ রানের। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে পাকিস্তানের বিপক্ষে একাধিক টেস্ট সেঞ্চুরি করার কৃতিত্ব শুধুই লিটনের।
বাংলাদেশ ২৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছিল। সেখান থেকে মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে লিটনের ১৬৫ রানের জুটিটি উদ্ধার করেছে বাংলাদেশকে। মিরাজ ৭৮ রানে আউট হলে লিটন কুমার দাস চালিয়ে গেছে এরপরও। মিরাজ আউট হয়ে যাওয়ায় বোলাররা তাঁকে সঙ্গ দিতে পারেন কি না, তা প্রশ্ন ছিল। তাসকিন আহমেদ ৫ বলে ১ রান করে আউট হয়। হাসান মাহমুদ দাঁড়িয়ে যাওয়ায় সেঞ্চুরি পেতে সমস্যা হয়নি লিটনের। নবম উইকেটে ভালো একটা জুটি হয়েছিল বাংলাদেশের।
লিটনের আগের তিনটি টেস্ট সেঞ্চুরি এসেছিল ২০২১ ও ২০২২ সালে ছয় মাসের মধ্যে। ৮ টেস্টে ৩টি সেঞ্চুরির সঙ্গে করেছিলেন ৪টি ফিফটি। সেই ৪ ফিফটির দুটি ছিল ৮৬ ও ৮৮ রানের। টেস্ট ক্রিকেটে লিটনের সেরা সময় ছিল ওটাই। কালকের সেঞ্চুরিতে ঘুচেছে প্রায় সোয়া দুই বছরের খরা। মাঝখানে ৯ টেস্টে ৫টি ফিফটি করলেও তার একটিকেও সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি লিটন কুমার সাদ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2024 swadhinsakal.com Design By Ahmed Jalal.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd.com