রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন
Logo

বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে: ভারতের রাহুল গান্ধী

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
গভীরভাবে জড়িত ছিলেন। আমি মনে করি বাংলাদেশে চরমপন্থী উপাদান নিয়ে ভারতের উদ্বেগ রয়েছে এবং আমরা সেই উদ্বেগের কিছু শেয়ার করি।
গভীরভাবে জড়িত ছিলেন। আমি মনে করি বাংলাদেশে চরমপন্থী উপাদান নিয়ে ভারতের উদ্বেগ রয়েছে এবং আমরা সেই উদ্বেগের কিছু শেয়ার করি।

স্বাধীন সকাল ডেস্ক: ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, তিনি এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে।
স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রাহুল গান্ধী এ কথা বলেন।
ভারতের রাহুল গান্ধীর এই বক্তব্য তাঁর দল কংগ্রেসের ভেরিফায়েড ফেসবুক ও এক্স পেজে পোস্ট করা হয়েছে। তা ছাড়া এ-সংক্রান্ত তথ্য ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এসেছে।
কংগ্রেসের ভেরিফায়েড ফেসবুক ও এক্স পেজের পোস্ট অনুযায়ী, সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে তাঁদের পুরোনো সম্পর্ক রয়েছে। তাঁর দাদি বাংলাদেশ সৃষ্টির সঙ্গে গভীরভাবে জড়িত ছিলেন।
কংগ্রেসের এই নেতা বলেন, বাংলাদেশে চরমপন্থীদের বিষয় নিয়ে ভারতে উদ্বেগ রয়েছে। সেই উদ্বেগের কিছুটা তাঁদের মধ্যে আছে।
ভারতের রাহুল গান্ধী বলেন, তবে আমি আত্মবিশ্বাসী যে বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল হবে এবং আমরা বর্তমান সরকার বা তার পরবর্তী অন্য কোনো সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে সক্ষম হব।
রাহুল গান্ধী আরও বলেন, আমরা বিষয়টি উত্থাপন করেছি এবং তারাও আমাদের সঙ্গে কথা বলেছে। আমরা যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে এবং এটা বন্ধ করতে চাই। যত দ্রুত সম্ভব এর অবসান ঘটানোটা বাংলাদেশ সরকারের দায়িত্ব।
ভারতের রাহুল গান্ধী বলেন, আমাদের দিক থেকে, আমাদের সরকারের দায়িত্ব চাপ প্রয়োগ করা, যাতে সহিংসতা বন্ধ হয়।
পিটিআইয়ের খবরে বলা হয়, সংবাদ সম্মেলনের আগে ভারতের রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে (কংগ্রেস ভবন অফিসে) একদল মার্কিন আইনপ্রণেতার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়।
ভারতের রাহুল গান্ধী চার দিনের অনানুষ্ঠানিক সফরে যুক্তরাষ্ট্রে যান। গত মঙ্গলবার ছিল তাঁর সফরের শেষ দিন।
বাংলাদেশের জনগণের সাথে আমাদের পুরনো সম্পর্ক রয়েছে, এবং আপনি ঠিকই বলেছেন, আমার দাদী বাংলাদেশ সৃষ্টির সাথে গভীরভাবে জড়িত ছিলেন। আমি মনে করি বাংলাদেশে চরমপন্থী উপাদান নিয়ে ভারতের উদ্বেগ রয়েছে এবং আমরা সেই উদ্বেগের কিছু শেয়ার করি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2024 swadhinsakal.com Design By Ahmed Jalal.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd.com