স্বাধীন সকাল ডেস্ক: বরিশালে টিসিবির তেল গায়ে হলগ্রাম তুলে বিক্রির করতে গিয়ে ধরা খেলেন বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন। ৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বেলা ১২ টার দিকে বরিশাল সিটি নগরীর ২০ নং ওয়ার্ড বিএম কলেজ রোড অভিযান চালায় বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক অপূর্ব অধিকারী বলেন, ঐ এলাকার টিসিবির ডিলার মের্সাস টিপু এন্টারপ্রাইজ কার্ড ধারীদের মাঝে বিক্রির জন্য বরাদ্দ সয়াবিন তেলের সিল খুলে ফেলে। অধিক লাভের আশায় কালোবাজারি করে। ভোক্তাদের কাছ থেকে অভিযোগ পেয়ে ঐ দোকানের ভিতর থেকে টিসিবির সিল ছাড়া ৫১ লিটার সয়াবিন তেল ভােক্তাদের সামনে উদ্ধার করা হয়। অভিযুক্ত ডিলার আরিফুর রহমানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বরিশাল অঞ্চল প্রধান শতদল মন্ডল বলেন নগরীতে ১১১ জন ডিলার রয়েছে। তাদের মাধ্যমে ৯০ হাজার কার্ডধারীর মাঝে পণ্য বিক্রি করা হয়। প্রত্যেক কার্ডধারী সয়াবিন তেল ১ লিটার একশত টাকা দরে ২ লিটার ২০০ শত টাকা বিক্রি হয়, মসুর ডাল ১২০ টাকা দুই কেজি ও ৫ কেজি চাল ৩০ টাকা দরে কিনতে পারবে। কালোবাজারে তেল বিক্রির অভিযোগে টিসিবির ডিলার মের্সাস টিপু এন্টারপ্রাইজ ডিলারশিপ বাতিল করা হবে বলে জানিয়েছেন টিসিবির বরিশাল। অঞ্চল প্রধান শতদল মন্ডল।