স্বাধীন সকাল ডেস্ক: কোরবানির পশুর ট্রাক থেকে চাঁদা আদায় অভিযোগে নারায়ণগঞ্জের দুজন উপপরিদর্শকসহ (এসআই) ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। সাময়িক বরখাস্ত হওয়া পাঁচজন সদস্য হলেন এসআই আসাদুজ্জামান, শেখ নজরুল ইসলাম, কনস্টেবল যুগল মন্ডল, তানভীর হোসেন, ও মো: নাজির শেখ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গরুর ট্রাক গাড়ি থেকে চাঁদা আদায় বিষয়টি একটি বেসরকারি টেলিভিশনে খবর প্রচারিত হয়। এরপরই জেলা: পুলিশ সুপার এই পাঁচজনকে সাময়িক বরখাস্ত করেন। এই ঘটনায় নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম) প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাধারন মানুষের বক্তব্য এই যে, পুলিশ যদি অন্যায় করে তাহলে আমরা সাধারন মানুষ কোথায় যাব ঈমানন্দার পুলিশের নজর দেওয়া উচিত মনে করেন জনগন।