…………………………………
স্বাধীন সকাল ডেস্ক: ঢাকা গুলিস্তানের ট্রেড সেন্টারের (উত্তরের) মার্কেটের সামনে, ভিক্টর ক্লাসিক’ নামের বাসটিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার বেলা (পনে তিন টার)
দিকে বাসটিতে আগুন দেওয়া হয় বলে জানা ফায়ার সার্ভিসকে । ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার এই তথ্য জানায়।
এই কর্মকর্তা শাহজাহান সিকদার তিনি আরও বলেন, বাসের আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম সিদ্দিকবাজার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা আগুন নিভিয়ে ফেলেন এতে কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের সদস্যদের পুলিশ জানান বলে যানা যায় নিরাপত্তাসহ প্রয়োজনীয় সহায়তা দেয় বলে জানান কর্মকর্তা।
One thought on "ঢাকা গুলিস্তানে বাসে আগুন"