স্বাধীন সকাল ডেস্ক : বরিশাল সিটিতে আগামী কাল ১৯ তারিখ রোজ্ব মঙ্গলবার সকাল ৮:০০ টা থেকে টিসিবি পণ্য দ্রব্য মূল্যে সাধারন মানুষকে দেওয়া হইবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সাধারণ মানুষের মাঝে টিসিবি’র ডিলারদের মাধ্যমে সাধারণ মানুষের হাতে পৌছে দেওয়ার জন্য সরকার। ভর্তুকী দেন। যে,
১। সয়াবিন তেলঃ প্রতি ১ লিটার ১০০ টাকা দরে। ২। মসুর ডাল ১ কেজী ৬০ টাকা দরে। ৩। চাল ১ কেজী ৩০ টাকা দরে বিক্রী করা হয়।
প্রতি সাধারণ পাবেন, সরকার নির্ধারিত করা সয়াবিন তেল ২ লিটার, মসুর ডাল ২ কেজী, ও চাল ৫ কেজী করে মোট ৪৭০ টাকা তেই ১ মাসের দ্রব্য পাবেন সাধারন মানুষ।
One thought on "টিসিবির পণ্য বরিশাল সিটিতে ১৯ ডিসেম্বর আগামী কাল মঙ্গলবার থেকে বিক্রী শুরু"