স্বাধীন সকাল : জনতা ব্যাংক পিএলসি এর মহাব্যবস্থাপক মো: মিজানুর রহমানকে কাছে পেয়ে বেজায় খুশি এলাকার সর্বস্তরের মানুষ। পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে আগমনের পর থেকে তিনি এলাকার নানা শ্রেনী পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময়ে ব্যস্ত সময় পাড় করেন।
বিশেষ করে নলবুনিয়া ব্রাদার্স ইউনিয়ন ক্লাব এন্ড লাইব্রেরী এর উদ্যোগে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি এর মহাব্যবস্থাপক মো: মিজানুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ নিজাম উদ্দিন খান। খেলাটি পরিচালনা করেন মোঃ রাহাত খান ও এলাকাবাসী।