রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
Logo

চেয়ারম্যান মুজিবুল হক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি ৭ জনের নামে মামলার আবেদন ।

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৪৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

…………………………………………………………………………………………………………………………………………………………………………………….
(মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করেছেন এম.এ হাশেম নামের এক ব্যক্তি)।
(ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি.এম.এম আদালতে আজ সোমবার তিনি এই আবেদন করেন)।
(ঢাকার সি.এম.এম, আদালতের ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন। তবে মামলা গ্রহণের বিষয়ে কোনো আদেশ এখনো দেননি আদালত। স্বাধীন সকাল এই তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী রাকিব চৌধুরী)।

…………………………………………………………………………………………………………………………………………………………………………………
(মুজিবুল হক চট্টগ্রামের চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক। মামলায় আরও যে, ৬ জনকে আসামি করার আবেদন করা হয়েছে তাঁরা হলেন, একই ইউনিয়ন সদস্য, ১ম (ইফতেখার উদ্দিন), ২য় (মোঃ সাজ্জাদ), ৩য় (ইহসান), ৪র্থ (নাছির), ৫ম (ফরহাদ) এবং ৬ম (সাইফুল)। মামলার বাদী এম.এ হাশেম দাবি করেছেন, তিনি মানবাধিকার নিয়ে কাজ করেন। ৬ নভেম্বর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী প্রকাশ্য জনসভায় হত্যার হুমকি দেন। এই হত্যার হুমকির খবরটি সকল গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

……………………………………………………………………………………………………………………………………………………………………………….

বিএনপি-জামায়াতের ‘অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে’ চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সভায় মুজিবুল হক চৌধুরী পিটার হাসের উদ্দেশ্যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দেন। সমাবেশে তাঁর দেওয়া সাড়ে ১৮ মিনিটের বক্তব্য ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

…………………………………………………………………………………………………………………………………………………………………………………

বক্তব্যে তিনি বিএনপি-জামায়াতের পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, রাষ্ট্রদূত পিটার হাস ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করেন। এর আগে মুজিবুল হক চৌধুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় ইভিএমে বোতাম চেপে দেওয়ার জন্য ভোটকেন্দ্রে তাঁর লোক থাকবে বলে আলোচনায় আসেন। তখন থেকে তিনি ‘টিপ মারা মুজিব’ নামে পরিচিতি পান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2024 swadhinsakal.com Design By Ahmed Jalal.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd.com