স্বাধীন সকাল ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নেতা-কর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান
কারাগার থেকে বেরিয়েই নেতা কর্মীদের এবং মিডিয়াদের সাথে ভোটের অধিকার সাধারন মানুষের কাছে ফিরিয়ে আনার, জন্য আন্দোলন অব্যাহত রাখার কথা বললেন বিএনপির এই নেতা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, নেতা-কর্মীদের কোন চিন্তার কিছু নেই।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হওয়ার প্রায় ৪ মাস কারাগার বন্দি ছিলেন জামিনে আজ ১৫ই ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার মুক্তি পান মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বিকেল ৩:২০ মিনিটের মুক্তি পান মির্জা ফখরুল এবং আমীর খসরু মাহমুদ বিএনপির এই দুই নেতাকে জামিন দেয় আদালত।
মুক্তির পর আমীর খসরুকে এবং মির্জা ফখরুল ফুল ছিটিয়ে ফুলের শুভেচ্ছা দেয় নেতা-কর্মীরা। মির্জা ফখরুল নেতাদের বলেন, তাঁদের আন্দোলনের কোনো ক্ষতি হয়নি। তাঁরা ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন অব্যাহত আছে থাকবে।