স্বাধীন সকাল ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করলেন অস্ট্রেলিয়ায় । আগামী বুধবার পবিত্র ঈদুল ফিতর এর নামাজ আদায় করবেন করবেন অস্ট্রেলিয়াবাসী ধর্ম প্রাণ মুসলিমরা।
অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল আজ সোমবার এ ঘোষণাটি দিয়েছে বলে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে তারা।
অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল বলেছেন, আগামীকাল মঙ্গলবার অস্ট্রেলিয়ায় বিশেষ করে সিডনি ও পার্থে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। সে অনুযায়ী আগামীকাল পবিত্র রমজান মাসের শেষ দিন। তাই আগামী বুধবার (১০ এপ্রিল) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করবেন ধর্ম প্রান মুসলীমরা।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আয়োজন করা হয়েছে। চাঁদ দেখা গেলে পরদিন ঈদের ঘোষণা দেবে সৌদি আরব। আর চাঁদ দেখা না গেলে বুধবার তারা ঈদুল ফিতর উদ্যাপনের ঘোষণা দেবে।
এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্যাপিত হয়। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদ্যাপিত হয়ে থাকে।