রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৩:২১ অপরাহ্ন
Logo

ইলিশ ভারতে রপ্তানির খবরে আরও দাম বেড়েছে , মধ্যবিত্তের নাগালের বাইরে ইলিশ

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
ইলিশ ভারতে রপ্তানির খবরে আরও দাম বেড়েছে , মধ্যবিত্তের নাগালের বাইরে ইলিশ
ইলিশ ভারতে রপ্তানির খবরে আরও দাম বেড়েছে , মধ্যবিত্তের নাগালের বাইরে ইলিশ

স্বাধীন সকাল ডেস্ক: ইলিশের মৌসুম শেষ হওয়ার পথে। অথচ দেশের নদ-নদীতে ইলিশ যেন একেবারেই অধরা। সাগরে অবশ্য কিছু ইলিশ মিলছে, তবে তা প্রত্যাশিত না হওয়ায় এবার শুরু থেকেই দাম ছিল আকাশছোয়া। এর মধ্যে ভারত কে ইলিশ রপ্তানির খবরে দাম আরও বাড়ল। মধ্য ও নিম্নবিত্তের মানুষের নাগালের বাইরে চলে গেছে ইলিশ।
ভারতে ইলিশ রপ্তানির খবর হওয়ার সঙ্গে সঙ্গে মণ প্রতি ৯ থেকে ১৬ হাজার টাকা পর্যন্ত দাম বেড়েছে বলে যানা যায়। বাজারে ইলিশের দাম বেশি বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতা-ভোক্তারা ক্ষুব্ধ ও হতাশ।
মৌসুম সামনে রেখে ১৩ অক্টোবর থেকে ইলিশ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হবে বলে যানা যায়। নিষেধাজ্ঞার পরপরই শেষ হবে ইলিশের মৌসুম। তখন আবার জাটকা ধরার ওপর ৮ মাসের নিষেধাজ্ঞা দেওয়া হবে। (বরিশাল) (বরগুনার) (পাথরঘাটা) ও (পটুয়াখালীর) বড় সাইজের ইলিশ ব্যবসায়ীরা বললেন, ইলিশের চড়া মূল্যের মধ্যে ভারতে রপ্তানির খবরে পাইকারি বাজারে কেজিতে ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্য বন্দরে আগে ৮০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ প্রতি মণ ৫২ থেকে ৫৫ হাজারে বিক্রি হতো। এখন তা বেড়ে ৬০ থেকে ৬৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ৮০০ গ্রামের নিচের ইলিশ আগে মণ প্রতি বিক্রি হতো ৪৫ থেকে ৫০ হাজার টাকা। এখন তা ৫২ থেকে ৫৫ হাজারে বিক্রি হচ্ছে। আর ১ কেজির ওপরের ইলিশ মণ প্রতি প্রায় ১৬ হাজার টাকা পর্যন্ত বেড়েছে।
গতকাল রবি বার বরিশাল পোর্ট রোডের ইলিশের পাইকারি বাজারে গিয়ে দেখা যায়, গত শনিবার ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের যে ইলিশের মণ ছিল ৬০ হাজার টাকা, তা ৬৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ১ কেজির বেশি ওজনের ইলিশের মণ আগের দিনের ৬৮ হাজার টাকা থেকে বেড়ে ৭৩ হাজার টাকা হয়েছে।
পাইকারি ব্যবসায়ী মাছ ব্যবসায়ী বলেন, চাহিদা অনুযায়ী মাছের সরবরাহ নেই। গতকাল এই পাইকারি বাজারে ৪০০ মণ ইলিশ এসেছে। ভারতে রপ্তানির জন্য ব্যবসায়ীরা মাছ কিনে মজুত শুরু করায় হঠাৎ মাছের দাম বেড়েছে। রপ্তানি নিয়ে সিন্ডিকেটের বিষয়ে বাজার ব্যবসায়ী বলেন, ‘এটা আগেও ছিল। তবে এবার সবার জন্য উন্মুক্ত।’
দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তের কথা শনিবার জানায় বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তারের সই করা এক চিঠিতে বলা হয়, বাংলাদেশ থেকে তিন হাজার টন ইলিশ রপ্তানির আদেশ দেওয়া হয়েছে। এ জন্য আগামী ২৪ সেপ্টেম্বর দুপুরের মধ্যে আগ্রহী ব্যবসায়ীদের যোগাযোগ করার অনুরোধ করা হয়।
তবে মন্ত্রণালয় এখন পর্যন্ত রপ্তানি করা মাছের দাম নির্ধারণ করেনি। চিঠিতে বলা হয়েছে, কারা এসব ইলিশ রপ্তানি করতে পারবেন, তা কাগজপত্র দেখে ঠিক করা হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০১৯-২০ অর্থবছরে ৪৭৯ টন, ২০২০-২১ অর্থবছরে ১ হাজার ৬৯৩ টন, ২০২১-২২ অর্থবছরে ১ হাজার ২৩৪ টন, ২০২২-২৩ অর্থবছরে ১ হাজার ৩৯৫ টন এবং ২০২৩-২৪ অর্থবছরে ৮০৫ টন ইলিশ রপ্তানি করা হয়েছে।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2024 swadhinsakal.com Design By Ahmed Jalal.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd.com